মোঃ জাকারিয়া/সামসুদ্দিন, গাজীপুর অফিস: মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, ভেজাল প্রতিরোধ, জনবান্ধব বাজেটের দাবিতে ও ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় গাজীপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার সভাপতি এড. ইস্তেককবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সরকার।
বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বাউল সমন্বয় পরিষদের আহবায়ক এনাম সাঁই, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভাওয়াল গড় অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান মজনু, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ , বাংলাদেশ গ্রাম থিয়েটার ভাওয়াল গড় অঞ্চলের সহ সমন্বয়কারী নাদিম মোড়ল, সাংস্কৃতিক কর্মী সামসুদ্দিন সহ অনেকে।