ঢাকা: স্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। শুনানি শেষে হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ১৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, হুমায়ূন সুলতানের স্ত্রী ডা. শামারুখ মাহজাবিনকে গত ১৩ নভেম্বর অচেতন অবস্থায় ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন তার শাশুড়ি ডা. জেসমিন আরা বেগম। কর্তব্যরত চিকিৎসক এ সময় মাহজাবিনকে মৃত ঘোষণা করেন।
ওই দিন কন্যাকে হত্যার দায়ে মাহজাবিনের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেয়ের শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে আসামী করা হয়।
মামলার পর হুমায়ূন সুলতানকে পুলিশ গ্রেফতার করে। মাহজাবিনের শাশুড়ি জেসমিন আরা হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক। মাহজাবিন ওই কলেজ থেকেই এমবিবিএস পাস করেছেন। দেড় বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন সুলতানের সঙ্গে মাহজাবিনের বিয়ে হয়।
মেহজাবিন ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসার তৃতীয় তলায় শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে বসবাস করতেন।