পরিচালক একতা কাপুর খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তার নতুন ওয়েব সিরিজ এ ল টি বালাজি। যেখানে তিনি রিয়া সেনকে দিয়ে অভিনয় করাতে চান রাগিনি এমএমএস ২.২ তে।
২০১৪ সালে রাগিনি এমএমএস ২ তে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিলেন সানি লিওনি। এবার আরও রোমহর্ষক এবং সিডাকটিভ সিন দিয়ে বানানো হবে এই ছবিটি।
জানা গেছে, রিয়া সেনও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ছবিটির জন্য। ছবির নাম ও ঠিক হয়ে গিয়েছে। রাগিনী এমএমএস ২.২ নাম হবে ছবিটির।
সুতরাং আর কটা দিন অপেক্ষার পালা। তারপর রিয়াকে দেখা যাবে নতুন রূপে।