ঢাকা; আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে এক সপ্তাহও থাকা হলো না বাংলাদেশের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শেষে তারা নেমে গেলো ৭ নম্বরে। গেল সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা ষষ্ঠ স্থানে উঠে যায় বাংলাদেশ।
২৪ জুন নিউজিল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কাকে টপকে যায় তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর অবনমন হয়েছে বাংলাদেশের। এক পয়েন্ট কমে এখন তাদের পয়েন্ট ৯২। আর ৯৩ পয়েন্ট নিয়ে ফের ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা। অবশ্য বাংলাদেশের সামনে আবার ছয়ে ওঠার সুযোগ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে তারা আবার সাতে নেমে যাবে। আর বাংলাদেশ উঠে যাবে ছয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৬ উইকেটে ৩০৫ রান করে। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ইংল্যান্ড।