গ্রামীণফোনের প্রধান নির্বাহী হচ্ছেন রাজীব শেঠি

টপ নিউজ তথ্যপ্রযুক্তি

RajeevSethi-311x186দেশের বেসকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী হচ্ছেন রাজীব শেঠি।

আগামী ১ ডিসেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। রাজীব শেঠি গ্রামীণফোনে বিবেক সুদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে রাজীব শেঠি ভারতীয় অপারেটর ইউনিনরের প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজীব শেঠি বলেন, “আমি গ্রামীণফোনে যোগ দিয়ে এবং বাংলাদেশে সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।”

তিনি আরো বলেন, “সেরা নেটওয়ার্ক আর গ্রাহক সেবার দীর্ঘ ইতিহাস নিয়ে গ্রামীণফোন বাজারে নেতৃত্বের আসনে আছে। আমি এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে এবং পাঁচ কোটি গ্রাহকে গুরুত্বপূর্ণ মোবাইল ফোন সেবা দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ বোধ করছি।”

ভারতের লখনৌর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং, ফিন্যান্স ও অপারেশন্সে এমবিএ ডিগ্রি লাখ করেছেন রাজীব শেঠি। তিনি ভোদফোন, এইচপি, হাচিসন টেলিকম এবং এশিয়ান পেইন্টসের মতো প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

ইউনিনরের হয়ে ভারতের উত্তর প্রদেশে দায়িত্ব পালনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রসারে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন রাজীব। গত দুই বছর তিনি কাজ করে ইউনিনরের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *