জাহিদ হাসান,লামা,বান্দরবান প্রতিনিধি:-
মোরার আঘাতে লামা, আলীকদম ও চকরিয়া সড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লামা সহ আলীকদম ও নাইক্ষ্যংছড়ির উপজেলা সদরের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।
লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, পৌর এলাকার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-পালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ওলিউল ইসলাম জানিয়েছেন, ঝড়ো হাওয়ায় গাছ-পালা ভেঙ্গে ও উপড়ে পড়ে ৩৩ কেবি ৮টি ও ১১ কেবি ৩০টি স্টিলের খাম্বা ভেঙ্গে গেছে। সড়ক যোগাযোগ না থাকায় বিদ্যুতের ব্যপক ক্ষয়-ক্ষতির বিষয়টি নিরুপণ করা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুতের বিভিন্ন লাইনের অবস্থা খুবই নাজুক।বান্দরবান পার্বত্য জেলা সদস্য মো. মোস্তফা জামাল জানিয়েছেন, ঝড়ো হাওয়ায় প্রাণ হানির ঘটনা না ঘটলেও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। মৌসুমী ফসলসহ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।দরদরী, বৈল্যারচর, ছাগলখাইয়া, শিলেরতুয়া,সাবেক বিলছড়ি, ফাঁসিয়াখালী, ফাইতং ও মেরাখোলায় বাড়ি-ঘর সহ মসজিদ ও শিক্ষা-প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।আলীকদম উপজেলা চেয়্যারম্যান মো. আবুল কালাম জানিয়েছেন, ঝড়ো হাওয়ার তাণ্ডবে আলীকদমের বিস্তীর্ণ জনপদ ও উপজেলা সদরের ব্যাপক ক্ষতি হয়েছে।