মার্কিন প্রেসিডেন্টের ওয়াশিংটন ডিসির ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে মঙ্গলবার গভীর রাতে আধা স্বয়ংক্রিয় রাইফেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ বলেছে, এর ফলে ‘সম্ভাব্য বিপর্যয়’ এড়ানো সম্ভব হয়েছে।
পেনসিলভানিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে বার্তা পেয়ে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ব্রায়ান মোলস (৪৩) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ হোটেলের অল্প দূরত্বেই হোয়াইট হাউস।
মার্কিন পুলিশ তাঁর গাড়ি থেকে একটি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল, একটি ছোট আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে মোলসকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান পিটার নিউশ্যাম বলেন, পুলিশ সদস্যরা ও আমাদের কেন্দ্রীয় সরকারের সহযোগীরা দেশের রাজধানীতে একটি সম্ভাব্য বিপর্যয় এড়াতে পেরেছেন।