ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটানায় গুলিবিদ্ধ সুমন (২২) নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র বলে জানা গেছে। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র খলিলুর রহমানও গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা বলে জানা গেছে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। জানা যায় আগে হলগুলো ছাত্রলীগের উত্তম ও অঞ্জন গ্রুপের দখলে ছিল। সম্প্রতি সময়ে পার্থকে সভাপতি করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হওয়ার পর সুমন-নাঈম গ্রুপ নতুন এ কমিটির বিরুদ্ধাচারণ করে। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায় হামলাকারীরা শাহপরান হলের ৪০টি কক্ষ ভাঙচুর করেছে। সকাল সাড়ে ১০টার দিকে সুমন ও নাঈম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে হল থেকে দৌড়ে পালিয়ে যায়।