স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। কিন্তু এর আগেই যেন ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারেন আমির সেজন্য আইসিসির সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আমিরকে ফেরাতে গতকাল বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে চিঠিও দেয় পিসিবি। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপত্র বলেন, ‘পিসিবি আনুষ্ঠানিক ভাবে আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছে। যাতে আমিরের নিষেধাজ্ঞার বিষয়ে দুর্নীতি দমন আইনে একটু শিথিলতার অনুরোধ জানানো হয়েছে।’
কারণ, আইসিসির সংশোধিত দুর্নীতি দমন আইনে বলা হয়েছে কোনো সাজাপ্রাপ্ত ক্রিকেটার তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার পূর্বেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবে, যদি সে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারে। এই বিষয়টিকে সামনে নিয়েই আইসিসির দ্বারস্থ পিসিবি।
পিসিবির মতে, ২০১০ সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়া আমির আইসিসির ওই নির্দিষ্ট কিছু শর্তাবলী ইতোমধ্যেই পূরণ করেছে। সুতরাং তার ক্ষেত্রে শাস্তির মাত্রা কিছুটা শিথিল করাই যায়। যেন সে আগাম ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারে, আর নিজেকে প্রস্তুত করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।