বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ার থাকবেন যারা

Slider খেলা

175358ravi_kalerkantho_pic

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক ঃ  বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড এখন আর একপেশে খেলা খেলতে পারে না। সেই দিন অনেক আগেই ফুরিয়েছে। গত বিশ্বকাপে তো বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করতে হয়েছে তাদের। ইংল্যান্ডে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই এউইন মরগ্যানের দল মুখোমুখি হবে মাশরাফি বাহিনীর। নিশ্চয় জানতে ইচ্ছে করছে, কারা হবেন ম্যাচটির আম্পায়ার?

লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারতের সুন্দরাম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।

৫১ বছর বয়সী সুন্দরাম রবি এখন পর্যন্ত ২৮টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ৫২ বছর বয়সী রড টাকারের ওয়ানডে পরিচালনা করার অভিজ্ঞতা ৬৬টি ম্যাচে। অনফিল্ড ও তৃতীয় আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অক্সেনফোর্ডের। ৫০ ওভারের ম্যাচে ৮০টি ওয়ানডে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ৫৭ বছর বয়সী অক্সেনফোর্ডের। অক্সেফোর্ডের মত অনফিল্ড ও থার্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে গাফানির। ৪১ বছর বয়সী ৫০টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।

ম্যাচ পরিচালনকারীদের মধ্যে একমাত্র ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান বুনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। অজিদের হয়ে ১০৭টি টেস্টে ৭,৪২২ ও ১৮১ ওয়ানডেতে ৫,৯৬৪ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার দীর্ঘদিন পর আইসিসির এলিট প্যানেলের রেফারিদের তালিকায় নাম তুলেন বুন। এখন পর্যন্ত ৮৮টি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির এলিট প্যানেলে ক্রিস ব্রড, ডেভিড বুন ও এন্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন এমন ১২ জন হলেন- পাকিস্তানের আলিম দার, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস, নিউজিল্যান্ডের ক্রিস গাফানি, ইংল্যান্ডের ইয়ান গুল্ড-রিচার্ড ইলিংওর্থ-রিচার্ড কেটেলব্র, নাইজেল লং, অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড-পল রাইফেল-রড টাকার ও ভারতের সুন্দরাম রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *