ঘূর্ণিঘড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার ৩৩ মাঝি-মাল্লা ও জেলেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। মহেশখালী সংলগ্ন সাগর থেকে এদের সঙ্গে এক জেলের লাশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। উদ্ধার জেলেরা দুটি নৌকায় ছিলেন।
১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানে। ঝড়ে বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারের ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল চট্টগ্রামের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একজনের ডুবে মারা যাওয়ার খবরও জানানো হয়েছিল তখন, যদিও তার লাশ পাওয়া যায়নি।
ভারতীয় দূতাবাস জানায়, ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসা ভারতের নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা সাগরে ওই জেলেদের দেখে উদ্ধার অভিযান চালায়।
দূতাবাস আরো জানায়, ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীকে সহযোগিতা করতে সাগরে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। অভিযান শেষ হলে এটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে।