বক্সার সরিতা দেবীর পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকার। তার সাসপেনশন তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালকে চিঠি লিখেছেন তিনি। সারিতার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে মাস্টার-ব্লাস্টারের একটাই আবেদন, তার (সারিতার) সাসপেনশন তুলে নেওয়ার বিষয়টি যাতে আরেকবার ভাবা হয়। সারিতার ক্যারিয়ার যেন শুরুতেই শেষ না হয়ে যায়।
ক্রীড়ামন্ত্রীকে লেখা চিঠিতে শচীন জানিয়েছেন, “আপনাকে আমার বিনীত অনুরোধ, সারিতা দেবীর বিষয়টা যেন আরেকবার বিবেচনা করে দেখা হয়। না হলে তার ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।”
শচীন তেন্ডুলকার বলেন, “একজন ক্রীড়াবিদ হিসবে সারিতার আবেগটা আমি বুঝি। ওই পরিস্থিতিতে এমন কাজ করে ফেলেছিলেন। কিন্তু এই ভুল শোধরানোর জন্য সরিতাকে একটা সুযোগ দেওয়া উচিত।”
প্রসঙ্গত, এশিয়া ডে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে অখুশি হয়ে নিজের পদক প্রতিদ্বন্দ্বী বক্সারকে দিয়ে দিতে চান সারিতা। দক্ষিণ কোরিয়ার বক্সার সারিতাকে তার ব্রোঞ্জ পদক ফিরিয়ে দিতে চাইলে পোডিয়ামেই পদক ফেলে রেখে চলে যান সারিতা। এই ঘটনায় এখন সাসপেন্ড সারিতা।