ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যায় নিহত ৭

Slider সারাবিশ্ব

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

 

ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যায় সাতজন মারা গেছে এবং ৪৮ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্নামবুকো রাজ্যে দু’জন মারা গেছে এবং ৪৪ হাজারের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে সেখানে ২ হাজার ৬শ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার এ রাজ্যের ১৫টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এছাড়া আলাগোয়াস রাজ্যে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন ধরেই পার্নামবুকো ও আলাগোয়াস রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরফলে পারাইবাসহ কয়েকটি রাজ্যে ভূমিধ্বসের ঘটনা ঘটে।

ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার রবিবার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পার্নামবুকো রাজ্যের গভর্নর পাউলো কামারার সঙ্গে সাক্ষাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *