পৃষ্ট
———-ওমর অক্ষর
ছবি- চৌধুরী সাদিয়া শাকিলা
দু’একটি বিকাল একটু একটু সন্ধ্যা তুমিতে আমি দৃশ্যমান,
শেষ সন্ধায় ছিলে প্রতিক্ষা অদ্রির গাল ফুলা অভিমান।
তারপর একটি নিষ্ঠুর রাত তোমার অন্বেষণে;
ক্ষনে ক্ষেনে খুঁচাছিলাম ফোনবুক তোমার স্মরনে!
বারংবার নিদ্রাভাঙা চোখ বেতারযন্ত্রটা পাহাড়া দিতো;
কয়েকটি বোতাম চেপে একটি বার্তা দিলে কি এমন ক্ষতি হতো?
অদ্রি কত নিষ্ঠুর নির্মম ভাবে তুমি নিরব ছিলে?
স্নিগ্ধ সুচেতা হতে, কতোটা চোখের জল ঢেলে দিলে?
আমিতো তোমার কাছথেকে তোমাকে কেড়ে নিতে চাইনি;
কেন কি হয়েছিলো এ জবাব আজো কেন আমি পাইনি?