মালয়েশিয়ার নাগরিকত্ব চাইলেন বিতর্কিত মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েক। তাঁর বিরুদ্ধে জঙ্গিপনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছে এনআইএ। এই অবস্থায় ঠিকানা বদল করতেই মালয়েশিয়ার নাগরিকত্ব চেয়েছেন জাকির নায়েক। পিসি টিভি’র মাধ্যমে সেখানেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে তাঁর নাগরিকত্ব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়া।
জাকির নায়েক যাতে কোনো দেশে নাগরিকত্ব না পায় কূটনৈতিক স্তরে তার চেষ্টা চালাচ্ছে দিল্লি। জাকিরের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান। জঙ্গি কাজকর্মে অর্থ সরবরাহ, উস্কানিমূলক বক্তব্য পেশ এবং অর্থ তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঘনঘন ঠিকানা বদলাচ্ছেন জাকির।
সূত্র: আজকাল