দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

Slider অর্থ ও বাণিজ্য

67632_lead

 

পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির নিষেধাজ্ঞা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী সোমবার পর্যন্ত হাইকোর্টের দেয়া ওই আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। এক সঙ্গে দুই দফা গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়ার পর আদালতে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৮শে ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক বছরের মধ্যে দ্বিতীয় দফা গ্যাসের মূল্য না বাড়ানোর আদেশ দেন।
এ আদেশের ওপর স্থগিতাদেশ দেয়ায় ১লা জুন থেকে দ্বিতীয় দফায় দাম বাড়াতে কোন বাধা নেই। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সুব্রত চৌধুরী ও শফিউল আলম, রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নী জেনারেল মাহবুবে আলম।
গত ২৩শে ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় সরকার। প্রথম দফায ১লা মার্চ থেকে এক চুলা ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা এবং দ্বিতীয় দফায় ৯০০ ও ৯৫০ টাকা করার কথা বলা হয় সরকারের আদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *