কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ায় আপাতত শঙ্কা কমেছে। এতে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে কক্সবাজারের মানুষ। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিক থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। বেলা ১১ টার দিকে কক্সবাজার এলাকায় ঝড়ের প্রভাব অনেক কমে আসে। এসময় মানুষও আশ্রয়কেন্দ্র ছেড়ে বাইরে বের হয়ে আসতে থাকে। সাড়ে ১১ টার দিক থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষ ঘরে ফিরতে শুরু করে।