‘মোরা’ আঘাতে কক্সবাজারে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি চট্টগ্রাম

67602_alim-2

 

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার সমুদ্র উপকূলে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। ঘণ্টায় একশ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে বাংলাদেশের উপকূলরেখা অতিক্রম করার সময় প্রাথমিকভাবে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে এসব কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা ভেঙে পড়ে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাফা।

তিনি বলেন, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহম্মদ গণমাধ্যমকে বলেন, এ ইউনিয়নে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে গেছে। ‘মোরা’ ভোর ৬টার দিকে সেন্টমার্টিনে আঘাত হানলেও সকাল ৮টা পর্যন্ত প্রচ- ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। তবে সকাল ৮টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া
যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *