রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত

Slider ঢাকা

212144banani_rail_line_kalerkantho_pic

 

 

 

 

ঢাকা ঃ রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খিলক্ষেতে এক নির্মাণ শ্রমিক, গেন্ডারিয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী এবং মগবাজারে অজ্ঞাত এক যুবক রয়েছেন। আজ সোমবার ও গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন ফারুক বলেন, সোমবার সকালে খিলক্ষেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই মারা যান। নিহত জামাল হোসেন (২৫) নির্মাণ শ্রমিক ছিলেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। স্ত্রী ও সন্তান নিয়ে খিলক্ষেত এলাকায় থাকতেন তিনি।

এ ছাড়াও একই দিন দুপুরে মগবাজারে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।  আনুমানিক ৩৫ বছর বয়সী এই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তা ছাড়াও গতকাল রবিবার গভীর রাতে গেন্ডারিয়ায় ট্রেনের ধাক্কায় সমেদ আলী (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহত সমেদ মুরগি কেনাবেচা করতেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

ওসি ইয়াছিন আরো জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *