নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রববিার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় না যাওয়ার কারণে ক্ষেপে গিয়ে বাবা দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এনামুল হক (১২ ) নামে এক শিশুকে। এনামুল ওই গ্রামের আদম আলীর ছেলে ও স্থানীয় মাদ্রাসাছাত্র। এ ঘটনায় নিহত শিশু এনামুলের মা রোকেয়া বেগম বাদী হয়ে স্বামী আদম আলীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, আদম আলী তার ছেলে এনামুল মাদ্রাসায় না যাওয়ার কারণে ক্ষেপে গিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার রাতে তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবা আদম আলীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।