বিনোদন প্রতিবেদক ঃ আসছে রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘বস টু’ সিনেমার একটি গান নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে এটি একটি আইটেম গান। এতে ফারিয়া পারফর্ম করেছেন কলকাতার নায়ক জিৎ-এর সঙ্গে। গানটির কথার সঙ্গে খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচের কারণেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফারিয়া। শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে গানটি। যদিও এটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই গণ্ডগোল পাকিয়ে যায় অন্তর্জালে। ২৫শে মে ফেসবুকে এটি মুক্তির আগাম খবর জানায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে গানের শিরোনামের সঙ্গে নুসরাত ফারিয়ার বেশ খোলামেলা ছবি তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর সমালোচনা শুরু তখন থেকেই। ২৬শে মে প্রকাশ হয় গানটি। এতে ‘আল্লাহ মেহেরবান, মওলা মেহেরবান’-এর মতো কথা অথবা ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক বলেই মনে করছেন বেশিরভাগ সিনেমাপ্রেমী ও সমালোচক। গানটিতে জিৎ-এর কালো কাবলি-পাগড়ি-ড্রেসআপ এবং উপস্থিতি একেবারেই স্বাভাবিক বলে মনে করছে সমালোচকরা। কিন্তু নুসরাত ফারিয়ার খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক- সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ভক্ত-শ্রোতারা। ইউটিউবে গানটির লাইকের চেয়ে অপছন্দের সংখ্যাটাই বেশি। অনেকে নেতিবাচক নানা মন্তব্যও লিখছেন গানটির কমেন্ট অপশনে। শিপুরাজ নামে একজন লিখেছেন, গানের নাম ‘আল্লাহ মেহেরবান’। কিন্তু আল্লাহকে নিয়ে গান বানিয়ে এর মধ্যে একি অশ্লীলতা! মানুষ রোজা রেখে কি এসব কর্মকাণ্ড দেখবে? কাজী সৈকত নামে একজন লিখেছেন, গানের শিরোনাম ‘আল্লাহ মেহেরবান’ আর পোশাক কি…? এটা দেখার বাকি ছিল। ছি: ছি:। বিশেষ করে রমজানের শুরুতে এমন গান প্রকাশের বিষয়টিকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। এদিকে এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, আমি কি বলবো। গান কি আমার ইচ্ছেতে হয় নাকি! গানের পিকচারাইজেশন তো আমি করি নাই। আমি পারফর্ম করেছি মাত্র। আর গানটাতো রমজানের দিনে ইউটিউবে দেয়া হয়নি। রমজানের দুদিন আগে আপলোড করা হয়েছে। উল্লেখ্য, প্রাঞ্জলের কথা, জিৎ গাঙ্গুলীর সুর-সংগীতে গানটি গেয়েছেন নাকাশ ও জনিতা। কোরিওগ্রাফি করেছেন এই ছবির অন্যতম নির্মাতা বাবা যাদব। ‘বস টু’ ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।