চীনে হইহই করে চলছে আমির খানের সুপারহিট ছবি দঙ্গল। একের পর এক নতুন রেকর্ড করছে। একদিকে প্রভাসের ‘বাহুবলী’ তো একদিকে আমির খানের ‘দঙ্গল’। বক্স অফিসে ঝড় থামছেই না। এদেশের পাশাপাশি চীনেও দর্শকদের মন জিতে নিয়েছেন হানিকারক বাপু।
এমাসেই চিনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। আর মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে ৮২৫ কোটির ব্যবসা করে ফেলেছে দঙ্গল। আর এর জন্য আমির খানকে এবং পুরো দঙ্গল টিমকে অভিনন্দন জানালেন সঙ্গীত পরিচালক এ.আর রহমান । Congrats @aamir_khan and team Dangal for winning over Chinese hearts again ! টুইট করে জানিয়েছেন সঙ্গীত পরিচালক ।