ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন হিজবুল জঙ্গি সংগঠনের কমান্ডার সাবজার ভাট।
গত বছর ৮ জুলাই ভারতীয় সেনার হাতে নিহত হয় বুরহান ওয়ানি। তারপর হিজবুল জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে নিযুক্ত হয় সাবজার ভাট। সীমান্তে ত্রালে দুদিন ধরে চলা এনকাউন্টারে এবার নিহত হলেন সাবজারও।
গতকাল শুক্রবার থেকে কাশ্মীর সীমান্ত এলাকায় শুরু হয় সেনা জঙ্গির গুলিবিনিময়। এতে সারবাজ ছাড়াও আরও আট জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় বিভিন্ন মিডিয়া জানিয়েছে, মারা যাওয়ার আগে পরিবারের কাছে ফোন করে ক্ষমা চায় সারবাজ। সারবাজ ফোনে বলে, “আমি ভুল হলে আমায় ক্ষমা কোরো। আমাদের ঘিরে ফেলা হয়েছে। ”
গতবছর বুরহান ওয়ানির মৃত্যু পর উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। আবারও সারবাজের মৃত্যু ঘিরে অশান্তি তৈরি হবে আশঙ্কা করা হচ্ছে। তাই উপত্যকে জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুলগাম, পুলওয়ানা এবং সোপিয়ানে পর্যাপ্ত পরিমাণে সেনাসদস্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।