সাভারের জঙ্গি আস্তানায় বিকট বিস্ফোরণ

Slider জাতীয়

67161_savar

 

ঢাকা:  সাভারে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বোমা নিষ্কিৃয়কারী দল আসার ঘণ্টাখানেক পর বিকট বিস্ফোরণ ঘটেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সকারে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযানের চুড়ান্ত প্রস্তুতি নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শুক্রবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্কিৃয়কারী দল। পরে ওই বাড়িতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়। ইতিমধ্যে বাড়িটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হচ্ছিল। ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, যে বিকট বিস্ফোরণ হল, তাতে মনে হচ্ছে ভেতরে বোমা ও জঙ্গি আছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের দুটি টিম ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ব্যবসায়ী আনোয়ার মোল্লার পাঁচ তলা বাড়ির নীচ তলায় তল্লাশী চালান। সেখানে জঙ্গীদের কোন সন্ধান পাননি। তবে রিমু আক্তার নামে এক মহিলাকে সন্দেহ হওয়ায়  তার দুই শিশু সন্তানসহ স্থানীয় কমিশনারের জিম্মায় রাখা হয়। ওই মহিলার স্বামী মনির হোসেন জঙ্গিদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হয়। পরবর্তীতে আনুমানিক ২/৩ শ গজ দূরে নির্মানাধীন ছয়তলা ভবনের দোতলায় অভিযান চালিয়ে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে বোমা তৈরীর সরঞ্জামাদি, জিহাদী বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া একটি কক্ষে পরিত্যাক্ত ব্যাগ এবং অপর একটি কক্ষ বন্ধ অবস্থায় পাওয়া যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *