গত ১৩ই মে প্যারিসে এক কনসার্টে গান গেয়েছিলেন আফগান গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব আরিয়ানা সাঈদ। ওই সময় পরা তার পোশাক নিয়ে বিতর্ক উঠে। আফগান ধর্মীয় নেতারাও এ নিয়ে সমালোচনা করেন। তাদের বক্তব্য, আরিয়ানার পোশাক অনৈসলামিক এবং আফগান সংস্কৃতির বিরোধী।
তীব্র সমালোচনার মুখে সেই পোশাকটি পুড়িয়ে দিয়েছেন আরিয়ানা। পোশাক পোড়ানোর সেই ভিডিও ফুটেজ পোস্ট ফেসবুকে আরিয়ানা লিখেছেন, আপনারা যদি মনে করেন আফগানিস্তানের একমাত্র সমস্যা পোশাক, তাহলে আমি তা পুড়িয়ে দিচ্ছি।
পোশাক পোড়ানো নিয়ে আরিয়ানা আরও লিখেছেন, আমি বলতে চাই অন্ধকার যুগে যাদের বসবাস তাদের চাপে আমি এ কাজ করিনি, আমি শুধু আমাদের সমাজের প্রধান ইস্যুগুলোতে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছি।