কবি নির্মলেন্দু গুণ, অভিনেত্রী আমিরুনেসা খানম (রানি সরকার ) এবং একসময়ের চিত্রনায়িকা সাহিনা সিকদার (বনশ্রী ) প্রত্যেককে ২০ লাখ টাকা করে অর্থ অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় গণভবনে তিনি প্রত্যেকের হাতে অনুদানের চেক তুলেদেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রানী সরকার এবং বনশ্রীর মানবেতর অবস্থার কথা পত্রিকার মাধ্যমে জানতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে প্রধানমন্ত্রী তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ সময় অভিনেত্রী আমিরুনেসা খানম (রানি সরকার ) এবং একসময়ের চিত্রনায়িকা সাহিনা সিকদার (বনশ্রী ) প্রত্যেককে ২০ লাখ টাকা করে অর্থ অনুদান প্রদান করেন। একই সাথে কবি কবি নির্মলেন্দু গুণসহ শিল্প সাহিত্য অঙ্গনের সর্বমোট পাঁচজনকে আজ অর্থ সাহায্য দেওয়া হয়। মানিকগঞ্জের মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাসকেও ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রানী সরকার এবং বনশ্রীর মানবেতর অবস্থার কথা পত্রিকার মাধ্যমে জানতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে প্রধানমন্ত্রী তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ সময় অভিনেত্রী আমিরুনেসা খানম (রানি সরকার ) এবং একসময়ের চিত্রনায়িকা সাহিনা সিকদার (বনশ্রী ) প্রত্যেককে ২০ লাখ টাকা করে অর্থ অনুদান প্রদান করেন। একই সাথে কবি কবি নির্মলেন্দু গুণসহ শিল্প সাহিত্য অঙ্গনের সর্বমোট পাঁচজনকে আজ অর্থ সাহায্য দেওয়া হয়। মানিকগঞ্জের মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাসকেও ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।