স্বর্ণ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএমসহ গ্রেফতার পাঁচজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে স্বর্ণ চোরাচালানের অভিযোগে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইমদাদ হোসেন ও ক্যাপ্টেন শহীদও রয়েছেন। অন্যরা হলেন- ম্যানেজার তোজাম্মেল হক, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন ও ঠিকাদার পলাশ।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে স্বর্ণ চোরাচালানের অভিযোগে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইমদাদ হোসেন ও ক্যাপ্টেন শহীদও রয়েছেন। অন্যরা হলেন- ম্যানেজার তোজাম্মেল হক, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন ও ঠিকাদার পলাশ।