প্রেমিক-প্রেমিকার মধ্যে চুম্বনের মতো রোমান্টিক কিছু হয় না। প্রেমের অভিব্যক্তি প্রকাশের অন্যন্য উপায় চুম্বন। শুধু তাই নয়, চুম্বন একে অপরকে তরতাজা রাখতেও সহায়ক। এক গবেষণায় এই দাবি করা হয়েছে। গবেষণা অনুসারে, ঘনিষ্ঠ চুম্বন শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে তরতাজা রাখতে সহায়ক। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গবেষকদের অভিমত, নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে চুম্বন করার সময় ব্যাকটেরিয়ায় আদানপ্রদান হয়, যা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। গবেষকদের দাবি, দশ সেকেন্ডের চুম্বনে প্রায় ৮০ মিলিয়ন বা ৮ কোটি ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয়। গবেষণায় জানা গেছে, এক্ষেত্রে রোগ প্রতিরোধে সক্ষম ব্যাকটেরিয়াগুলিরই আদানপ্রদান হয়।ফলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। f