সংবিধানের ষোড়শ সংশোধনী বা উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করা বাতিল প্রসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের লিখিত মতামতের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রশ্ন করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ করা হবে। প্রধান বিচারপতি বলেন, এখন না হয় সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু কোনো সময় যদি না থাকে? যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। তাহলে কি হবে? কিভাবে অপসারণ (বিচারপতি) করা হবে? তখন তো একটা ভ্যাকুয়াম (শূন্যতা) সৃষ্টি হবে।
জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, আমার লিখিত সাবমিশনে এটা আছে এবং আমি নিজেও এ প্রশ্ন রাখছি।