ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আগামী ২০শে জুন নতুন ছবির জন্য লন্ডনে যাবেন। ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘চালবাজ’। যৌথ প্রযোজনার নতুন এ ছবিটি পরিচালনা করবেন জয়দ্বীপ মুখার্জি। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ছবিটি অনেক আগেই চুক্তিবদ্ধ করা ছিল। ছবির নাম আপাতত ‘চালবাজ’ রাখা হলেও এক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। নায়িকা হিসেবে অনেককেই দেখা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। তবে শুটিংয়ের জন্য সময় দিয়েছি আমি ২০শে জুন। ১৯শে জুন এ ছবির শুটিংয়ে লন্ডনে যাব। ২০শে জুন থেকে টানা এ ছবির শুটিং হবে। রমজানের মধ্যে শুটিং করতে হবে এবার। এদিকে শাকিব খান অভিনীত বেশ কিছু ছবি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ছবির মধ্যে রয়েছে ‘রাজনীতি’, ‘রংবাজ’,
‘নবাব’। বর্তমানে শাকিব পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রথমে শামীম আহমেদ রনী এ ছবি নির্দেশনা দেওয়া শুরু করলেও পরিচালক সমিতির নিষেধাজ্ঞার কারণে ছবিটি বর্তমানে পরিচালনা করছেন আব্দুল মান্নান। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। উল্লেখ্য, শাকিব খান এবার এসএ হক অলীকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-এর ঘোষণায় এসেছে তার নাম। তৃতীয়বারের মতো তিনি এ পুরস্কার পেতে যাচ্ছেন। এর আগে ২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ এবং ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’ ছবিতে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।