‘গত ঈদে দর্শকেরা আমাকে দেখেছিল সম্রাট ছবিতে। তারপরে একবছর পরে ফিরছি। এটা একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় পরে আমি ভক্তদের নিকট চাইবো আমাকে যেন আর একটিবার সুযোগ দেওয়া হয়। তারা যেন আমাকে একজন বোন হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে সুযোগ দেন। তাহলেই আমার টার্নব্যাক সাকসেস হবে। ‘
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু-বিশ্বাস শাকিব খান জুটি অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি। ‘ ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ ও প্রত্যাশার কমতি নেই। ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছবি মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে ডেকেছেন। সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন অপু বিশ্বাস। এর পূর্বে কালের কণ্ঠের সাথে আলাপকালে এসব কথা বলেন অপু বিশ্বাস।
অপু বলেন, ‘আমার টার্নব্যাক যদি সাকসেসফুল হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এখন অনেক রেসপনসিবিলিটি, তারপরেও আমি চলচ্চিত্রে ফিরতে চাই এবং সেটা সফলভাবেই। এজন্য আমার ভক্তদের ভীষণ সমর্থন প্রয়োজন। ‘রাজনীতির’ সফলতাই আমাকে সাহস যোগাবে। পরের ছবিতে আমাকে চিরপরিচিত অপু হিসেবেই দেখতে পারবেন দর্শকরা। ‘
অপু বলেন, ‘চলচ্চিত্রে আসার পেছনে আমার বাবা-মায়ের সমর্থন ও ভালোবাসা ছিল সীমাহীন। তারা আজ দুজনই নেই। তাদের কথা বারবার মনে পড়ছে। তাদের সমর্থন ও ভালোবাসা আমাকে অনেক সাহস যুগিয়েছে। এখন সেটা বেশ মিস করছি। ‘
আব্রাহাম খান জয়ের প্রসঙ্গে অপু বলেন, ‘আমার সন্তান যেন কখনো না মনে করতে পারে তার জন্য তার মায়ের কোনো ক্ষতি হয়েছে। এটা যেন ফিল না করতে পারে তার জন্মের কারণে তার মায়ের ফেরাটা কঠিন হয়ে গেছে। আমি সফলভাবেই ফিরতে চাই। আমার সন্তান যেন সে পথের আশীর্বাদ হয়েই থাকে। ‘
রাজনীতি সফল হলে পরের ছবিগুলোও সফল হবে কী না, এমন প্রশ্নের জবাবে বিশ্বাস বলেন, ‘আমার ভেতরে রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস। আমি অবশ্যই পারবো। আমাকে পুরনো, সেই এক বছর আগের অপু হিসেবেই ফিরে পাবেন দর্শকেরা। আমি দর্শকদের সে প্রতাশা পুরোণ করতে পারবো ইনশাল্লাহ। ‘
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে শাকিব-অপুর রাজনীতি।