ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি পপ কনসার্টে বোমা হামলার দায় স্বীকার করেছে। আজ মঙ্গলবারের এ ঘটনায় শিশুসহ ২২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর এএফপি’র।
গ্রুপটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘খিলাফতের সৈন্যদের একজন বোমা বিস্ফোরণ ঘটায়’। এতে আরো হামলার হুমকি দেওয়া হয়েছে।
গ্রুপটির নিজেদের বার্তা সংস্থা আমাক পৃথকভাবে জানায়, ইসলামিক স্টেটের এক যোদ্ধা হামলাটি চালিয়েছেন।
এর আগে আমাক এক বিবৃতিতে জানায়, তাদের ‘একটি নিরাপত্তা স্কোয়ার্ড’ এই হামলাটি চালিয়েছে।