মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ মৎস্যজীবীকে মুক্তি দিল শ্রীলঙ্কা। বুধবার ওই পাঁচ জেলেকে প্রাণভিক্ষা দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই বিষয়ে রাজাপক্ষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের ভারতীয় জেলে পাঠানোর আবেদন জানান তিনি। এর পরই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ মৎস্যজীবী এমেরসন, অগুস্তাস, উইলসন, প্রশান্ত ও লাঙ্গলেটকে মুক্তি দেয় শ্রীলঙ্কা। ২০১১ সালে মাদক পাচারের অভিযোগে ওই পাঁচ তামিল মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কা নৌ-বাহিনী৷ গত ৩০ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড দেয় শ্রীলঙ্কা আদালত।