অবশেষে জানা গেলো ম্যানচেস্টার হামলার হোতার নাম!

Slider সারাবিশ্ব

034030kalerkanrtho_pic

 

 

 

 

প্রকাশ্যে এলো ম্যানচেস্টার হামলার মূলহোতার নাম। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে লিবীয় বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক সলমন আবেদী। ম্যানচেস্টারের এরিয়ানার যেখানে গ্র্যাণ্ড কনসার্টটি হচ্ছিল তার আশপাশের অঞ্চলেই বসবাস করত আততায়ী। ইতিমধ্যে তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নিশ্চিত হতে চাইছে বিস্ফোরণে ব্যবহার করা বোমাটি সলমন নিজেই বানিয়েছিল নাকি এর পিছনে রয়েছে আরও কোনও বড় মাথা।

গতরাতে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল ম্যানচেস্টারের এরিনা। সেখানে একটি কনসার্ট চলাকালীন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। উপস্থিত ছিল প্রায় ১৬ হাজার শ্রোতা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দশটা পুলিশের গাড়ি, ছটি অ্যাম্বুলেন্স ও দুটি রায়ট ভ্যান। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছে, আহতের সংখ্যা প্রায় ৫০-এরও বেশি। ঘটনাস্থলে হামলাকারীরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কনসার্টে শেষ গানটা হওয়ার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত শ্রোতারা দিগভ্রান্ত হয়ে দৌড়াতে থাকেন। পদপিষ্ট হয়ে অনেকের জখম হওয়ার আশঙ্কার করা হচ্ছে। মুহূর্তের মধ্যে কনসার্ট স্থল মৃত্যুপুরীর রূপ নেয়। ভেসে আসতে থাকে কান্না ও চিৎকারের আওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *