মাসুদ পারভেজ কাপাসিয়া (প্রতিনিধি) এই হৃদয়বিধারক ঘটনা টি ঘটে কাপাসিয়া উপজেলার তরগাও ইউনিয়নের মৈশন গ্রামে। পূর্ব শত্রু তার ঝের ধরে গত ২১ মে সকাল ৮ টার দিকে ওই প্রতিবন্ধী (অন্ধ) নিজ বাড়ী তে গিয়ে প্রবাসী জামাল( ৪৫) ও তার ছেলে আসিক( ২০) ও জামালের বউ আমেনা (৪০) ও জামালের স্যালক হালিম(৩২) রড দিয়ে ভারি দিয়ে তার শরিরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম করে এতে আরো আহত হয় প্রতিবন্ধীর ছোট ছেলে রাজিব।সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে জানাযায় যে প্রতিবন্ধী আফতাব উদ্দিনের ছোট ভাই রাসেল (৩০)ছেলের বয়সী কে নিয়ে প্রবাসী জামালের বউ আমেনা রাতের আধারে বাড়ী থেকে পালিয়ে যায় বছর খানেক আগে অনেক খুজা খুজি করে প্রায় ২২ দিন পর তাদের পাওয়া যায় জামালের শ্বশুর বাড়ী টংগী তে পরে তাদের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের দিয়ে তাদের বাড়ী তে এনে সমাজের লোকজন তাদের কে আলাদা করে আবার আমেনা কে তার শ্বামীর কাছে ফিরিয়ে দেন একটি মোচলেখার মাধ্যমে।কিন্তু পরক্ষনে জামাল যখন আবার বিদেশ চলে যায় তখন থেকে জামালের বউ আমেনা আবার আগের মত বিরক্ত করতে থাকে প্রতিবন্ধীর ছোট ভাই রাসেল কে কিন্তু রাসেল তার ডাকে সাড়া না দিলে তাকে আমেনা ভয়ভীতি হুমকি দামকি দিতে থাকে পরে রাসেল এই ব্যাপারে তার বড় ভাই ও বাড়ীর আশে পাশের লোকদের জানায়। তার বড় ভাই ও বাড়ীর মানুষজন আমেনাকে জিজ্ঞেস করলে আমেনা তাদের সাথে ও খারাপ আচরন করেন পরে প্রতিবন্ধী আফতাবউদ্দিন তার নিজের বাড়ীতে ফিরে আসে আর তার ভাই কে নিষেধ করেন যে তুই ওই মহিলার কাছে যাবি না ওই মহিলা যে কোন সময় তুর আর আমাদের ক্ষতি করতে পারে আর এই কথা শুনে জামালের বউ রাসেলের বড় ভাই ও ভাতিজা কে হুমকি দিয়ে বলে যে জামাল আসুক পরে তুদের নামে আমি বিচার দিমু যে তুরা আমাকে একা পেয়ে নানা রকম কু প্রস্তাব দিয়ে প্রতিদিন বিরক্ত করতি পরে জামাল কে দিয়েই তুদের সবাই কে মারামু আর যে কথা সে কাজ জামাল বিদেশ থেকে আশার কয়দিন পর তাদের উপর এই হামলা চালায়। কাইয়ুম নামের একজন গ্রাম বাংলা নিউজ কে বলেন যে ভাই এই পরিবারের যন্ত্রনায় আমরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছি কয় দিন পর পর ই নানা রকম ঝামেলা তৈরী করে সাধারন মানুষদের বিপদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয় সন্ধ্যার পর দূর দুরন্ত থেকে ইয়ুং ছেলেরা মোটরসাইকেল নিয়ে এসে কি জানি নিয়ে যায়। আর জামালের স্যালক টংগী থেকে প্রায় সময় ই এ বাড়ী থাকে আর ওই সময় ই ছেলেরা বেশী যাতায়াত করে ভাই আমাদের ঘর টা তাদের ঘরের প্রায় ৫০ গজ সামনে রাস্তার সাথে তাই সব কিছুই দেখতে পাই কিন্তু ভাই ভয়ে কাওকে কিছুই বলি না শুনছি জামালের সালা নাকি খারাপ। আর মনির হুসেন নামের অপর একজন বলেন ভাই আপনারা যদি পেপারে একটু লেখালেখি করে কিছু করতে পারেন তাহলে এই সমাজের মানুষ গুলো বাঁচবো এই ৫ /৬ দিন আগে আমার ভাতিজা (১৪)কে মাইরদোর করছে মেম্বার,চেয়ারম্যান ও কাহিল হইয়া পরছে এদের বিচার শালিস করতে করতে কিন্তু এদের ঠিক করতে পারে না কয় দিন ভাল থাকে পরে আবার শুরু হয় এ রকম আরো বহু ঘটনা আছে আপনারা আশে পাশে খুজ নিয়ে দেখেন আর ও অনেক কিছু জানতে পারবেন। এ দিকে তরগাও সরকারী হাসপালে গিয়ে দেখা যায় প্রতিবন্ধী (অন্ধ) আফতাবউদ্দিন পুরুষ ওয়াড ১৩ নম্বর বেডে ব্যথায় কাতরাচ্ছে তার শরিরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে আছে ও তার ছেলের ডান হাত ভেংগে গেছে আর নাকের হাড়ে ও সমস্যা হয়েছে সে ও একই ওয়াডে ১০ নম্বর বেডে শুয়ে চিৎকার করছে। এ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াদিন আছে। চলবে,,,,,