সরকারের কাছে কত গুলি আছে দেখব -মির্জা আব্বাস

টপ নিউজ রাজনীতি

abbasবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সরকার বিরোধী আন্দোলন আসছে, দেখব এই সরকারের কাছে কত গুলি আছে। আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত গুলি বুকে নিতে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘মাওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। স্বৈরাচারের পথ থেকে ফিরে আসুন। যতটুকু করেছেন তাতে দেশের মানুষ হয়তো আপনাকে মাফ করে দিবে। অনেক রক্ত লেগে আছে আপনার হাতে।’
তিনি বলেন, ‘ভাসানীর নাম বাদ দিয়ে ব্রিটিশ আন্দোলন আর শহীদ জিয়ার নাম বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না।’
আব্বাস জানান, শেখ মুজিবের সাথে ভাসানীর মতের অনেক দ্বিধা ছিল। তারপরও তাকে (শেখ মুজিব) বাঁচানোর জন্য তিনি (ভাসানী) লড়াই করেছেন।
তিনি আরো বলেন, ‘মাওলানা ভাসানীর জন্ম না হলে অনেক রাজনীতিবিদের জন্ম হত না।’
সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানা দুদু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাবেক সাংসদ নূর মোহাম্মদ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *