সিলেট চেম্বারের সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত

Slider অর্থ ও বাণিজ্য সিলেট

224058Sylhet_Chamber_news_committee

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক ;  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি পদে মো. লায়েছ উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. এমদাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকালে চেম্বার নির্বাচনী বোর্ডের প্রধান বিজিত চৌধুরী তাদের নাম ঘোষণা করেন।

বিজিত চৌধুরী জানান, এ তিনটি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত রোববার। তিনটি পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। এ কারণে এ পদের বিপরীতে যারাই মনোনয়নপত্র দাখিল করেছেন-সোমবার তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত ২০ মে সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সবমিলিয়ে ২১ জন পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের মধ্য থেকে গঠিত হয় তিন সদস্যের প্রেসিডিয়াম। এ প্রেসিডিয়ামে রয়েছেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *