ঢাকা ; গতকাল সোমবার রাতে বাবা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার গমীরউদ্দিন প্রধানের কবরের পাশে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় তার রাজনৈতিক সহকর্মীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত রবিবার সকালে ঢাকার আসাদগেটের নিজ বাসায় মারা যান শফিউল আলম প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দাফনের আগে গতকাল সোমবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রয়াত এ রাজনীতিবিদের শেষ নামাজে জানাজা হয়।
এতে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, এবং ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামীসহ কয়েকশ রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লি অংশ নেন।