পবিত্র রমজানের আগে নবম ওয়েজ বোর্ড গঠন করুন : বিএফইউজে

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

220253bfuj-kalerkantho-pic

 

 

 

 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) পবিত্র রমজান শুরুর আগেই নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে।

শিলাইদহের কুটিবাড়িতে গত শনিবার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভার প্রস্তাবে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

মহাসচিবের প্রতিবেদন পাঠ করেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক এবং স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভায় আগামী রমজানের আগেই নবম ওয়েজ বোর্ড গঠনের জোর দাবি জানিয়ে এক প্রস্তাবে ওয়েজ বোর্ড গঠন নিয়ে ধীর গতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রমজানের আগে বোর্ড গঠন করা না হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নেয়াসহ নতুন কর্মসূচি দেয়া হবে।

সভায় বিভিন্ন গণমাধ্যমে ছাটাই বন্ধ করে বেতন ভাতা নিয়মিত করনের দাবি জানান হয়। রমজানের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বোনাস পরিশোধের দাবি জানান হয়।

সভায় দেশের বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে নিয়োগপত্র না দিয়ে, নাম মাত্র বেতনে সাংবাদিকদের কাজ করানোর প্রবণতা থেকে সরে এসে সকল সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান এবং ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা পরিশোধের দাবি জানান হয়।

সভায় গৃহীত প্রস্তাবে, যে সকল সংবাদপত্র এখনও ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেনি তাদের নামে সরকারি ক্রোড়পত্র দেয়া বন্ধ, এক্রিডিটেশন কার্ড বাতিল, সরকারি ও রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর দাবি জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *