মাসুদ পারভেজ কাপাসিয়া (প্রতিনিধি) গত কাল রাতে কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে সন্ধ্যা র পর বাবার মুদির দোকান থেকে বাড়ী ফিরার পথে কলেজ ছাত্র অপু শীল কে পথ অবরোধ করে পুলিশের ২ এ এস আই ও ১ কনস্টেবল এ সময় তার দেহ তল্লাশি করে তার কাছে ইয়াবা আছে বলে জানায় অপু এই সময় চিৎকার করলে বাজারের লোকজন গিয়ে পুলিশ কে গেরাও করলে সে সময় কনস্টেবল কৌশলে পালিয়ে যায় পরে উত্তেজিত জনতা দুই এএসাই এর উপর চড়াও হয় এ সময় দুই এএস আই কে বাজারের ব্যবসায়ী সমিতির অফিসে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন ক্ষুদ্ধ জনতা ও বাজার ব্যবসায়ীরা পরে খবর পেয়ে কাপাসিয়া থানার ওসির নেতৃতে অতিরিক্ত পুলিশ ঘটানা স্থলে পৌছে ওসি এর ব্যবস্থা গ্রহন করবেন বলে অবরুদ্ধ দুই এএস আই কে মুক্ত করেন।অভিযুক্ত দুই এএস আই নাম কফিলউদ্দিন ও শাহাদ উদ্দিন। বাজারের ব্যবসায়ীরা জানান,চাঁদপুর বাজারে মুদি মালের ব্যবসা করেন অপুর বাবা নরেশ শীল আর তার ব্যবসায় সহযোগীতা করেন তার ছেলে অপু শীল।অপু জানান বাড়ী ফেরার পথে পুলিশ তার দেহ তল্লাশি করতে চায় দেহ তল্লাশির সময় কনস্টেবল তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন ওই সময় অপু বাধা দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ঘটনা স্থলে ছুটে যান। কাপাসিয়া থানার অফিসার ইনর্চাজ আবুবকর সিদ্দিক জানান যে সন্দেহ হলে এএস আই তার দেহ তল্লাশি করতে চাইলে সে বাধা দিয়ে জনতার সামনে চেক করতে বলে সে সময় অপু শীল বলেন যে আপনারা আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিতে পারেন। তার দেহ তল্লাশি করে অবৈধ কিছু না পেয়ে সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হয়।