কাপাসিয়ায় সেলাইন বানানো শিখিয়েছে ব্র্যাক ওরিয়েন্টশন

গ্রাম বাংলা

IMG_20141118_111019

উপজেলা করেসপন্ডেন্ট

কাপাসিয়া(গাজীপুর): বাংলাদেশের মানুষকে সেলাইন বানানো শিখিয়েছেন ব্র্যাক। এছাড়াও স্বাস্থ্য শিক্ষার উপর কাজ করছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রকে বাদ দিয়ে পাসপোর্ট , ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাইয়ের ক্ষেত্রে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম কাজ করছে।

গাজীপুরের কাপাসিয়ায় ব্র্যাক মাইগ্রেশন ফোরামের উদ্যোগে স্থানীয় ব্র্যাক কার্যালয়ে গত মঙ্গলবার দিন ব্যাপী প্রতিনিধিদের অংশ গ্রহনে ‘নিরাপদ অভিবাসনে মাইগ্রেশন ফোরামের ভূমিকা’ শীর্ষক এক ওরিয়েন্টেশনে বক্তারা এসব কথা বলেছেন।

ওরিয়েন্টেশনে ব্র্যাকের ফিল্ড অপারেশান ফরহাদ আল করিম বলেন, কিভাবে মানুষ বিনা পয়সায় বিদেশ যেতে পারবে তাও বলে দিচ্ছে ব্র্যাক। ৩২০০০ টাকায় মালয়েশিয়া লোক পাঠাচ্ছে সরকার, এ সরকারের এমন নজিরবিহীন অবদানের কথাও ব্যাখ্যা করেছেন তিনি।

ব্র্যাক ফিল্ড অপারেশন ফরহাদ আল করিম, ব্র্যাক প্রশিক্ষন বিভাগের জামিল, সিনিয়র ফিল্ড কমিউনিকেটর মো: জোহেব মাসুদ, স্থানীয় ব্র্যাক প্রতিনিধি মাহমুদুল হাসান সোহেল, ব্র্যাক মাইগ্রেশন র্জানালিজম ফোরামের সভাপতি দৈনিক ভোরের কাগজ কাপাসিয়া প্রতিনিধি নূরুল আমীন সিকদার, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ সময় কাপাসিয়া প্রতিনিধি মঞ্জুরুল হক, ইউপি সদস্য বিলকিছ বেগম, রেহেনা আক্তার, নার্গিছ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে নিরাপদ অভিবাসনের ধাপ, নিয়মাবলিসহ মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে ফোরামের প্রয়োজনীয়তা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে অংশ গ্রহনকারীদের সমন্বয়ে উপজেলা মাইগ্রেশন ফোরাম গঠন করা হয়। ৬ টি ইউনিয়নের মাইগ্রেশন ফোরামের ২৪ জন প্রতিনিধি ওরিয়েন্টেশনে অংশ গ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *