পেঙ্গুইনদের ধর্ষণ করছে সিলরা

বিচিত্র

penguinকে দায়ী? সিল না পেঙ্গুইন। বিশেষজ্ঞ মহলের কথা যদি মেনে নেওয়া হয়, তা হলে এই ধর্ষণকাণ্ডেও দায়ী তৃতীয় শক্তি। বিশ্বায়নের জেরে এমন সৃষ্টিছাড়া হয়ে উঠছে সিল। পেঙ্গুইনের ওপর প্রায়শই যৌন নির্যাতন করতে দেখা যাচ্ছে সিলের। আর ফাঙ্ক বিচে যা হল, তা ধরা পড়ল NSFW-র ক্যামেরায়।  সিলের সঙ্গে পেঙ্গুইনের সহবাস প্রথম পর্যবেক্ষকদের নজরে আসে ২০০৬ সালে ট্রাইপট সমুদ্রতটে। রানি পেঙ্গুইনের সঙ্গে এক সিলকে সহবাসরত অবস্থায় দেখতে পাওয়া যায়। পর্যবেক্ষকরা এখনও পর্যন্ত এই ধরণের ৪টি ঘটনা ক্যামেরাবন্দি করতে পেরেছে।  এই ভিডিও গুলির মধ্যে একটিতে এও ধরা পড়েছে, পেঙ্গুইনের সঙ্গে যৌন অত্যাচারের পর, সেই পেঙ্গুইনকে মেরে তার মাংস খাচ্ছে অভিযুক্ত সিল। পরিবেশবীদেরা এই মামলাটিকে রেয়ারেস্ট অফ দ্যা রেয়ার কেসের’ আওতায় আনার পক্ষে প্রশ্ন করেছেন।  তথ্যসূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *