প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের স্মারক মূর্তি ‘অপরাজেয় বাংলার’ স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান ও নিবেদিত প্রাণ ভাস্করকে হারাল।
‘অপরাজেয় বাংলা’ নির্মাণে সৈয়দ আব্দুল্লাহ খালিদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভবিষ্যত ভাস্কররা তার স্থাপত্যের নিদর্শনে অনুপ্রাণিত হবে এবং দেশের জনগণ আজীবন তাকে স্মরণ রাখবে।
তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।