বি-টু-বি এক্সপেন্স ম্যানেজমেন্ট সল্যুশন নিয়ে এলো সিটি ব্যাংক

অর্থ ও বাণিজ্য

ঢাকা: সিটি ব্যাংক বাংলাদেশে নিয়ে এসেছে আমেরিকান এক্সপ্রেস বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) এক্সপেন্স ম্যানেজমেন্ট সল্যুশান। এর সঙ্গে সংযুক্ত হয়ে কোম্পানির ডিলার বা এজেন্টরা পণ্যের মূল্য কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করতে পারবে।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বি-টু-বি এক্সপেন্সের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হোসাইন, আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল মার্চেন্ট সার্ভিসেস ও পার্টনার কার্ড সার্ভিসের ভাইস প্লেসিডেন্ট প্রণব ভরতওয়াল, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মুরতাজা মঈন, রেকিট বেনকাইজার বাংলাদেশের ফাইনান্স ডিরেক্টর নয়ন মুখোপাধ্যায়সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বি-টু-বি এক্সপেন্স ম্যানেজমেন্ট সল্যুশান আমেরিকান এক্সপ্রেসের করপোরেট কার্ড প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এক অনন্য সেবা। এটি গ্রাহক কোম্পানি এবং এর ডিস্ট্রিবিউটরদের বিতরণ ব্যয় ব্যবস্থাপনাকে সহজ ও দ্রুততর করবে এবং সম্পূর্ণ ব্যবস্থাপনাটি কাগজবিহীন ও অনলাইন হবে।

এই বিশেষ ব্যবস্থার আওতায় রয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে সুদবিহীন ঋণ। যার সুযোগ নিয়ে গ্রাহকগণ তাদের ব্যয় ব্যবস্থাপনাকে গতিশীল করতে পারবেন। যা কর্মদক্ষতা বাড়াবে, তেমনি অর্থ সাশ্রয় করবে।সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এর জন্য ডিস্ট্রিবিউটরদের কোনো ধরনের চার্জ দিতে হবে না। এ ব্যবস্থাপনাটি কর্যকারীর জন্য গ্রাহক কোম্পানি সিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি হবে। ওই চুক্তি অনুসারে কোম্পানি একটি নির্দিষ্টহারে চার্জ পরিশোধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *