ঢাকা: স্বর্ণ চোরাচালানের দায়ে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ ও চিফ ক্যাপ্টেন শহীদসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) শীর্ষ নিউজকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।