আইরিশদের উড়িয়ে দিলো বাংলাদেশ

Slider খেলা সারাদেশ

66085_lead

 

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে দাপুটে জয় তুলে নিলো বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তারা হারালো ৮ উইকেটে। টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়। জবাবে ২৭.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। মামুলি টার্গেট সামনে নিয়ে সাবলীলভাবে এগিয়ে চলে টাইগাররা। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার ১৩.৫ ওভারে ৯৫ রান যোগ করেন। কিন্তু ফিফটি বঞ্চিত হয়ে ৫৪ বলে ৪৭ রানে ফেরেন তামিম ইকবাল। এরপর সৌম্য সরকার ও সাব্বির রহমান দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৬ রান। সাব্বির রহমান ফেরেন ৩৪ বলে ৩৫ রানে। কিন্তু সৌম্য সরকার ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে ৬৮ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে মোস্তাফিজুর রহমানের চার উইকেটে আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে ১৮১ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়েস। এছাড়া পোর্টারফিল্ড ২২, নেইল ও’ব্রেইন ৩০ ও ডকরেল করেন ২৫ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

মোস্তাফিজের ৪ উইকেট, বাংলাদেশের টার্গেট ১৮২
বল হাতে ৪৭তম ওভারে জোড়া আঘাত হানলেন মাশরাফি বিন মুর্তজা। এতে ৪৬.৩তম ওভারে ১৮১ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিক আয়ারল্যান্ডের ইনিংস। ৩৩.১তম ওভারে আইরিশ ব্যাটসম্যান গ্যারি উইলসনকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। আর ওভার শেষে মোস্তাফিজ দেখান উইকেট মেডেনের কৃতিত্ব। ওটা ছিল ইনিংসে মোস্তাফিজের চতুর্থ শিকার। এতে ৩৩ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৩৫/৭-এ। ও’ব্রায়ান ভ্রাতাদের অপরজন কেভিনকেও সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ১০ রানে মোসাদ্দেক হোসেনের  দারুন ক্যাচে সাজঘরের পথ ধরেন আয়ারল্যান্ডের মারকুটে এ ব্যাটসম্যান। তার আগে ব্যক্তিগত ৪৬ রানে ওপেনার এড জয়েসের উইকেট তুলে নেন বাংলাদেশের অভিষিক্ত তারকা সানজামুল ইসলাম ।  টাইগারদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা আইরিশ ব্যাটসম্যান নায়াল ও’ব্রায়ানকে সাজঘরে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৩০ রানে  মোস্তাফিজের ডেলিভারিতে সীমানা দড়ির কাছে তামিম ইকবালের হাতে ক্যৗাচ দেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব দেখানো আইরিশ ব্যাটসম্যান নায়াল ও’ব্রায়ান। ২৪.৩তম ওভারে দলীয় ১০০ রানের কোঠা স্পর্শ করে আয়ারল্যান্ড। আর ২৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১১৬/৪-এ। ব্যক্তিগত ১২ রানে আইরিশ ব্যাটসম্যান অ্যান্ডি বালবায়ারনির স্টাম্প ভেঙে দেন সাকিব আল হাসান। তার আগে আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে সাজঘরে ফেরান অপর স্পিনার মোসাদ্দেক হোসেন। এতে ১৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬২/৩-এ।
এর আগে বল হাতে আয়ারল্যান্ড ইনিংসের প্রথম ওভারটি মেডেন  নেন পেসার রুবেল হোসেন। আর দ্বিতীয় ওভারে দুই ডট বলের পর আইরিশ ওপেনার পল স্টারলিংকে সাজঘরের পথ দেখান অপর পেসার মোস্তাফিজুর রহমান। এতে ১.৩ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ০/১। ত্রিদেশীয় সিরিজে শুক্রবার টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৬ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬/১। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে জায়গা নিয়েছেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *