এক মুঠো পাওয়া
—-ওমর অক্ষর
এলোরা ছোট্র জীবনে অল্প সময়ে অনেক কিছু পেলা
তবু মনে একরাশ প্রশ্ন, জীবনে কী পেলাম?
সাধু হওয়ার পরেও বা”কি কোন সাধনা
প্রশ্ন কি যে পাব কি পাইনি?
অনেক ভ্রমন করেছি তবু কোথাও যেন যাইনি!
এলোরা কেন এতো অপূর্ণতা
কেন এতো বিষন্নতা চির প্রার্থিত কি আমি অজানা?
কেন এতো অস্থিরতা কেন এতো অতৃপ্ততা?
কেন আমি ফিরে তাকাই শূন্যতার বনে
কেন নীরবতা ভেঙ্গে যায় স্বপ্নের মাঝখানে?
কেন আমি দাঁড়িয়ে যাই চলন্ত পথে অকাজে
কেন আমার এসব প্রশ্ন বারবার মনে সাজে?
না পাওয়াকে পাব কোন গতিকের মাঝে?
পাবে কি এলোরা অস্থিরতার মাঝে স্বস্তি এনে দিতে?
পাবেকি কি মনের খবর জেনে জীবন বিবর্তনে?
পারবে কি শন্যতার মাঝে পূর্ণতা উপচিয়ে দিতে?
পারবে কি মলিন মুখে সুখ ঘুচিয়ে দিতে?
এলোরা, কেন সুন্দর মুহূর্ত গ্রাস করে রিক্ততার হাহাকার?
কেন সৌন্দর্যকে ছেয়ে নেয় রজনীর পাতার?
চাওয়া কেন এলো? আমি তো সুখেই ছিলাম
কেন উত্যক্ত করে মনে প্রত্যাশার রশি;
অধরাকে ধরার জন্য কি হাতছানি দিয়েছি?
এলোরা কি বায়না মনের গরম না শীত?
কি করবো এখন কি করা উচিত?
পেতে পেতে তো অনেক কিছুই পেলাম
মান সন্মান যশ-খ্যাতি আরো অনেক অনূদিত
তবু কেন হৃদয়ে চাড়া দিয়ে উঠে আমি পরাজিত?
এলোরা তুমি কি আমার প্রশ্ন গুলো এড়াতে পারবে?
এনে দিতে পারবে পাওয়া কোন আহাবে?
পারলে বলো না পারলে ধিক্কার জানিওনা
চাওয়া আছে থাকবে না পাওয়া মাঝে পাওয়াকে খুঁজবে।
এলোরা অনেক প্রশ্ন করেছি অনেক কিছু চেয়েছি
যা শুনে জর্জরিত কর্ন বিরক্তমনা।
শেষে একটি চাওয়া শুধুই তোমার কাছে
এক মুঠো পাওয়া তুমি দিবে
যা আমি পাইনি কারো কাছে।।