ঢাকা; রাজধানীর তুরাগ এলাকায় মোবাইলের চার্জার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার সকালে এ ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন শাকিল মল্লিক (৩৫), তার স্ত্রী রেখা মল্লিক (৩০) ও তাদের সন্তান আবু জায়ের (৩)। চিকিৎসকরা জানিয়েছেন, শাকিলের শরীরের ৪৫ ভাগ, রেখার ৩৩ ও আবু জায়েরের ২২ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা জানান, তুরাগের দৌড় এলাকায় একটি বাসায় আহতরা ভাড়া থাকেন। মঙ্গলবার সারা রাত মোবাইল ফোনটি চার্জে দেওয়া ছিল। গতকাল বুধবার সকালে শাকিল চার্জার থেকে মোবাইলটি খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা তিনজন দগ্ধ হয়। এ ঘটনার পর তাদের তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।