রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া নতুন বাজারে ইলেক্ট্রনিক্স শো-রুমে দুর্বত্তদের হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
১৭ মে বুধবার রাতে এঘটনা ঘটে। জানা যায়, গড়গড়িয়া নতুন বাজারের ব্যবসায়ী সিরাজুল হকের সাথে স্থানীয় সুলতান উদ্দিনের দু’পুত্র মিলন ও জিয়ার সাথে দীর্ঘদিন যাবত ক্যাবল ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার বিকালে সিরাজুল হকের ক্যাবল ব্যবসার মূল লাইনটি কেটে দিলে তিনি প্রতিবাদ করেন। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে এবং ১৮ মে বৃহস্পতিবার ভোরে শো-রুমের অপর পাশে অগ্নিসংযোগ করলেও স্থানীয়রা তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ দু’দফা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিরাজুল হকের ম্যানেজার নুরুদ্দিন, কর্মচারী আলামিন ও ছাদেক জানান, দুর্বৃত্তরা নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ও দু’টি মোবাইল নিয়ে যায়। শ্রীপুর থানার এস.আই মজিবুল জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।