ঢাকা: আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আবে জানান, চলতি সপ্তাহের শেষের দিকে (২১ নভেম্বর) তিনি পার্লামেন্ট ভেঙ্গে দিবেন। আর ডিসেম্বরে নির্বাচন হবে।
বিবিসি খবরে বলা হয়, নির্দিষ্ট সময়ের দুই বছর আগেই এ নির্বাচন হতে যাচ্ছে। গত দুই বছর ধরে ক্ষমতায় থাকা আবে জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি করতে পারেননি।
এ কারণে তার জনপ্রিয়তাও কমে গেছে। তাই তিনি আগাম নির্বাচন দিলেন।
বিবিসি জানায়, আবের জনপ্রিয়তা ৫০ ভাগ কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে তিনি আগামী নির্বাচনে জিতবেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে। তাই তিনি আগাম নির্বাচন দিলেন।
খবরে আরো বলা হয়, নির্বাচনে আবের দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এটি প্রায় নিশ্চিত।